।
প্রার্থীদের মেডিক্যাল ও লিখিত পরীক্ষা গ্রহণ। নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক মেডিকাল, লিখিত, ব্যজাতিক মৌখিক এবং দ্রুত ডাক্তারী পরীক্ষা গ্রহণ করা হবে। অতপর মোগরার্থীদের মধ্য হতে মেধা তুলিকা মোতাবেক ব্যাদকৃত কোটা অনুযায়ী অনুমান নির্বাচিত প্রার্থীদেরকেই এইচবিএস এজি (HBsAg). Dope Test, Fasting Sugar, HbA1C And HCV এবং Serum Creatinine রক্ত পরীক্ষার জন্য বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা করা হবে। উল্লেখ, এইচ (HBsAg) Anti HCV এ পরীক্ষার Negative, Dope পরীক্ষা Not Detected এবং Fasting Sugar HbA1C • Serum Creatinine রক্ত পরীক্ষার স্বাতাবিক ফলাফল প্রাপ্ত প্রার্থীই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবে।
পরিক্ষার সময় অবশ্যই যা সংগে আনতে হবে।
ক। শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছয়য়কপি।
খ। সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক / অধ্যক্ষ কর্তৃক অষ্টম শ্রেণী/এসএসসি/সমমান পাশের মূল প্রশংসা পত্রসহ সত্যায়িত ছায়াকপি যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্য তারিখ উল্লেখ থাকবে। অভিভাবক কর্তৃক প্রার্থীর চাকুরীতে যোগদানের সম্মতি সদরের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি (চেয়ারম্যান/পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতিস্বাক্ষরিত)।
। সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।
৫। ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সির এর নিকট হতে বাংলাদেশী স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।
ড। ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।
ছ। কোন নীল বাকা উচ্চ লিত ল্যাবে প্রিটকৃত ১১ (এগার) কপি পাসপোর্ট সাইজের রংগীন ছবি (১ কপি ছবি ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং ১০ কপি সত্যায়িত স্বতীত)। বিবাহিত/অবিবাহিত সম্পর্কিত স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।
জ।
ঝ। জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি ।
printhigh or hird লিংকে প্রবেশ করে ডাউনলোড অপশান দিয়ে বিজিবিত ে ভর্তিচ্ছুক প্রার্থীদের তথ্যাদির ফরম এ ক্লিক করতে হবে এবং ফরমটি ডাউনলোড পূর্বক উক্ত ফরমে উল্লিখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করতা ভর্তির সময় অবশ্যই সংগে আনতে হবে।
। মুক্তিযোদ্ধার সন্তান ও সন্তানদের সন্তানের জন্য। মুক্তিযোদ্ধার সম্মান ও সজনদের সন্তান হিসেবে চিহ্নিত করণের জন্য স্থাঠিকার স্থানীয় ইউনিয়ন/পৌরসভার চেয়ারম্যান/ ওয়ার্ড কমিশনার কর্তৃক উপজাত সহন হিসেবে প্রদত্ত প্রত্যয়নপত্র, যা উপজেলা নির্বাহী কর্মকর্তা/ ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা প্রতিদ্বাক্ষরিত হতে হবে। উল্লেখ্য মুক্তিযোদ্ধার সন্ত্রাসের সন্ত্রানদের ক্ষেত্রে আদালত কর্তৃক প্রদত্ত সকলেশন সার্টিফিকেট উপস্থাপন করতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির পর কোন প্রার্থীর জমাকৃত মুক্তিযোদ্ধারা প্রমানিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদার ী আইনে বিচারের জন্য তাকে পুলিশের নিকট সোপর্দ করা হবে। । আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের জন্য। প্রার্থীকে মৌলিক প্রশিক্ষণ সনদসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হতে হবে। এক্ষেত্রে কোটার স্বপক্ষে সল দালি করতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য। জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সনদপত্র উপস্থাপন করতে হবে।
। সরকারী এতিমখানা নিবাসী (এসি) সদস্য। সরকারী সরকারী নিবন্ধনপ্রাপ্ত এতিমখানার প্রধান কর্মকর্তা কর্তৃক দেয়া প্রশংসাপত্র যাতে প্রার্থী এতিম এবং প্রার্থীর পূর্বকালীন স্থাী ঠিকানা, জন্ম ও এতিমখানা নিবাসের নিবন্ধনকৃত ব্যক্তিগত নম্বর উল্লেখ থাকতে হবে।
১। বিশেষ দ্রষ্টব্য।
ক। রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত মোবাইল নম্বরের মোবাইল সেটটি অবশ্যই সাথে আনতে হবে। বিজিবি কর্তৃক প্রেরিত নিশ্চিত মেসেজের কপি বা ফরওয়ার্ডকৃত মেসেজ গ্রহণযোগ্য হবে না।
খ। কোন প্রার্থী ফৌজদারী অপরাধে আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকুরীর জন্য অযোগ্য হবে।
গ। কোন প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে ভর্তি হয়েছে বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ তাকে চাকুরী হতে বরখাস্ত করা হবে।
য। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি অথবা প্রজাতন্ত্রের জন্য কোন চাকুরী হতে প্রাথমিক শিক্ষা চাকুরীরত অবস্থায় 'বরখাস্ত' মনে সংশ্লিষ্ট প্রার্থী অনু SMS)
যানো এবং প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
ড পরীক্ষার সময় কোন প্রার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা অন্য কোন ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না।
ছ। প্রার্থীর ডাক্তারী পরীক্ষার সময় Dope Test এ মাদকাসক্ত প্রমাণিত হলে চাকুরীর জন্য অযোগ্য হবে।
। চূড়ান্তভাবে নির্বাচনের নিমিত্তে প্রার্থীকে লিখিত, মৌখিক, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ডাক্তারী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
। নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীদের যাতায়াতের জন্য কোন ভ্রমণ ভাতা দেয়া হবে না।
নিয়োগের সময় দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র ও ঠিকানা পরবর্তীতে কৃষ্ণা বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় কুরী হতে বরখাস্ত করে পুলিশের নিকট https://passiveincomeideasbangla.blogspot.com/2024/01/blog-post_5.html সোপর্দ করা হবে।
বিজিবি ওয়েব সাইট ভর্তি সংক্রান্ত ব্যাপারে বিস্তারিত জানতে Visit করুন www.bgb.gov.bd
I HELP DESK 3 এসএমএস সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য যে কোন মোবাইল ফোন হতে 01769-600898 নম্বরে অথবা টেলিটক মোবাইল হতে 121 নম্বরে কল করুন।
• সরকারী জাতীয় পত্রিকা, বিজিবি ওয়েবসাইট এবং বিজিবি কর্তৃক প্রচারিত পোষ্টার ছাড়া অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা পোর্টালে বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় না। অতএব রেজিট্রেশনের ক্ষেত্রে অসমর্থিত উৎস হতে প্রাপ্ত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে বিরত থাকুন।
এটি পুরাতন নিয়োগ নতুন নিয়োগ আসলে জানানো হবে
0 Comments