SSC পাশে বাংলাদেশ কাস্টমস কমিশনার কার্যালয় নতুন নিয়োগ প্রকাশিত ২০২৪


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

শুল্ক-১ শাখা www.ird.gov.bd www.prebd.com

স্মারক নম্বর: ০৮.০০.০০০০.০38.11.021.22.128

১৩ চৈত্র ১৪৩০

তারিখ:

২৭ মার্চ ২০২৪

বিষয়: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ), ঢাকা এর সাংগঠনিক কাঠামোভুক্ত ১১-২০তম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদ ে জনবল নিয়োগের নিমিত্ত ছাড়পত্ৰ প্ৰদান।

সূত্র:

জাতীয় রাজস্ব বোর্ডের স্মারক নং-০৮.০১.0000.014.04.00২.১৮/১২, তারিখ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ), ঢাকা এর সাংগঠনিক কাঠামোভুক্ত ১১-২০ তম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত ছকের কলাম-৩ এ বর্ণিত ৫১ (একান্ন) টি পদ সংরক্ষণপূর্বক কলাম-০৪ এ বর্ণিত ৬৫ (পঁয়ষট্টি) টি শূন্যপদে নিম্নোক্ত শর্তে ছাড়পত্র নির্দেশক্রমে প্রদান করা হলো :

ক্রম

পদের নাম ও বেতনক্রম

সংরক্ষণকৃত মোট পদের ছাড়পত্র প্রদানকৃত পদের

(জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী)

(1)

(2)

সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর

S.

|১২,৫০০-৩০,২৩০/-

|(গ্রেড-১১)

উচ্চমান সহকারী

| ১০,২০০-২৪,৬৮০/-

|(গ্রেড-১৪)

সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

১০,২০০-২৪,৬৮০/-

|(গ্রেড-১৪)

[টেলিফোন অপারেটর

8.

| ৯,৩০০-২২,৪৯০/-

|(গ্রেড-১৬)

গাড়িচালক (ড্রাইভার)

৫.

৯,৩০০-২২,৪৯০/-

(গ্রেড-১৬)

৬.

৭.

| সিপাই

৯,০০০-২১,৮০০/- (গ্রেড-১৭)

ডেসপাস রাইডার (বার্তাবাহক |৮,৮০০-২১,৩১০/- |(গ্রেড-১৮)

সংখ্যা (3)

00

00

00

3

888

00

সংখ্যা

(8)

১২

ů

৩০ফটোকপি অপারেটর

|৮,৮০০-২১,৩১০/-

৮.

(গ্রেড-১৮)

৯.

অফিস সহায়ক

|৮,২৫০-২০,০১০/-

(গ্রেড-২০)

শর্তসমূহ :

00

৩৫

০৯

মোট=

৫১

৬৫

www.prebd.com

(ক) উল্লিখিত পদ পূরণের ক্ষেত্রে যদি বিজ্ঞ আদালতের কোন নিষেধাজ্ঞা থাকে, কোন রিট/মামলা বিচারাধীন থাকে, কোন মামলার রায় বাস্তবায়নের বিষয় অপেক্ষমান বা প্রক্রিয়াধীন থাকে তবে বিজ্ঞ আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নপূর্বক বিধান মোতাবেক শূন্যপদ পূরণ করতে হবে;

(খ) ছাড়পত্রের প্রস্তাবের শূন্যপদের সংখ্যায় কোন গরমিল থাকার কারণে কোন পদে অতিরিক্ত লোক নিয়োগ পেলে সেক্ষেত্রে ভুল তথ্য প্রদানকারী কর্মচারী দায়ী থাকবেন;

(গ) সাংগঠনিক কাঠামো ও পদ সৃষ্টির আদেশে বর্ণিত পদনাম অনুযায়ী অনুমোদিত নিজস্ব নিয়োগবিধি অনুসরণপূর্বক প্রতি গ্রেডের পদের বিপরীতে মঞ্জুরিকৃত পদ সংখ্যার ভিত্তিতে পদ পূরণ করতে হবে এবং এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন;

(ঘ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং-০৫.০০.০০০০.170.11.017.২০-১৪৯, তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২২ অবশ্যই অনুসরণ করতে হবে;

(ঙ) পদ পূরণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র নং-০5.00.0000.166.22.০০৩.২০-২৪৯,তারিখ: ১৯ অক্টোবর ২০২১ অবশ্যই পালন/অনুসরণ করতে হবে। উক্ত পরিপত্রের ৪(খ) অনুচ্ছেদ অনুযায়ী ছাড়পত্রের বৈধতার মেয়াদ সর্বোচ্চ ১ (এক) বছর এবং উক্ত পরিপত্রের ৪ (গ) অনুযায়ী ছাড়পত্রের মেয়াদের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং উক্ত পরিপত্রের ৪ (ঘ) অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে পদপূরণে অসমর্থ হলে নতুন করে ছাড়পত্র গ্রহণ করতে হবে;

(চ) এ বিভাগের ওয়েবসাইটে আপলোডকৃত পত্রের মাধ্যমে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ), ঢাকা এর সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদে জনবল নিয়োগের ছাড়পত্রের সঠিকতা যাচাইপূর্বক নিয়োগ কার্যক্রম গ্রহণ করতে হবে;

(ছ) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কপি irdbd08@gmail.com ই-মেইলে প্রেরণ করতে হবে;

(জ) ছাড়কৃত পদগুলো পূরণ করার ক্ষেত্রে নিয়োগবিধি, শূন্যপদ পূরণ সংক্রান্ত বিষয়ে সরকারের অপরাপর যাবতীয় বিধি-বিধান/আদেশ এবং আনুষ্ঠানিকতা অবশ্যই যথাযথভাবে প্রতিপালন/ অনুসরণ করতে হবে;

(ঝ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য তথায় প্রেরণের লক্ষ্যে ছাড়কৃত পদসমূহ পূরণ করার ১০ (দশ) দিনের মধ্যে নির্ধারিত ছকে তথ্য এ বিভাগে প্রেরণ নিশ্চিত করতে হবে।

চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ড

2

বিবিশ্বাস

27-3-2024

বনানী বিফটোকপি অপারেটর

|৮,৮০০-২১,৩১০/-

৮.

(গ্রেড-১৮)

৯.

অফিস সহায়ক

|৮,২৫০-২০,০১০/-

(গ্রেড-২০)

শর্তসমূহ :

00

৩৫

০৯

মোট=

৫১

৬৫

www.prebd.com

(ক) উল্লিখিত পদ পূরণের ক্ষেত্রে যদি বিজ্ঞ আদালতের কোন নিষেধাজ্ঞা থাকে, কোন রিট/মামলা বিচারাধীন থাকে, কোন মামলার রায় বাস্তবায়নের বিষয় অপেক্ষমান বা প্রক্রিয়াধীন থাকে তবে বিজ্ঞ আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নপূর্বক বিধান মোতাবেক শূন্যপদ পূরণ করতে হবে;

(খ) ছাড়পত্রের প্রস্তাবের শূন্যপদের সংখ্যায় কোন গরমিল থাকার কারণে কোন পদে অতিরিক্ত লোক নিয়োগ পেলে সেক্ষেত্রে ভুল তথ্য প্রদানকারী কর্মচারী দায়ী থাকবেন;

(গ) সাংগঠনিক কাঠামো ও পদ সৃষ্টির আদেশে বর্ণিত পদনাম অনুযায়ী অনুমোদিত নিজস্ব নিয়োগবিধি অনুসরণপূর্বক প্রতি গ্রেডের পদের বিপরীতে মঞ্জুরিকৃত পদ সংখ্যার ভিত্তিতে পদ পূরণ করতে হবে একাউন্ট এবং এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন;

(ঘ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং-০৫.০০.০০০০.170.11.017.২০-১৪৯, তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২২ অবশ্যই অনুসরণ করতে হবে;

(ঙ) পদ পূরণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র নং-০5.00.0000.166.22.০০৩.২০-২৪৯,তারিখ: ১৯ অক্টোবর ২০২১ অবশ্যই পালন/অনুসরণ করতে হবে। উক্ত পরিপত্রের ৪(খ) অনুচ্ছেদ অনুযায়ী ছাড়পত্রের বৈধতার মেয়াদ সর্বোচ্চ ১ (এক) বছর এবং উক্ত পরিপত্রের ৪ (গ) অনুযায়ী ছাড়পত্রের মেয়াদের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং উক্ত পরিপত্রের ৪ (ঘ) অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে পদপূরণে অসমর্থ হলে নতুন করে ছাড়পত্র গ্রহণ করতে হবে;

(চ) এ বিভাগের ওয়েবসাইটে আপলোডকৃত পত্রের মাধ্যমে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ), ঢাকা এর সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদে জনবল নিয়োগের ছাড়পত্রের সঠিকতা যাচাইপূর্বক নিয়োগ কার্যক্রম গ্রহণ করতে হবে;

(ছ) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কপি irdbd08@gmail.com ই-মেইলে প্রেরণ করতে হবে;

(জ) ছাড়কৃত পদগুলো পূরণ করার ক্ষেত্রে নিয়োগবিধি, শূন্যপদ পূরণ সংক্রান্ত বিষয়ে সরকারের অপরাপর যাবতীয় বিধি-বিধান/আদেশ এবং আনুষ্ঠানিকতা অবশ্যই যথাযথভাবে প্রতিপালন/অনুসরণ করতে হবে;

(ঝ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য তথায় প্রেরণের লক্ষ্যে ছাড়কৃত পদসমূহ পূরণ করার ১০ (দশ) দিনের মধ্যে নির্ধারিত ছকে তথ্য এ বিভাগে প্রেরণ নিশ্চিত করতে হবে।

চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ড

2

বিবিশ্বাস

27-3-2024

বনানী বিশ্বাস উপসচিব

ফোন: +880255100265

ফ্যাক্স: ০২-৯৫৪০৩০৩

ইমেইল: bananibiswas@ird.gov.bdশ্বাস উপসচিব

ফোন: +880255100265

ফ্যাক্স: ০২-৯৫৪০৩০৩

ইমেইল: bananibiswas@ird.gov.bd





Post a Comment

0 Comments