SSC পাশে বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে নতুন নিয়োগ প্রকাশিত ২০২৪

 

ক্রঃ পদের নাম পদ সংখ্যা

ক। সহকারী শিক্ষক (ইংরেজি, বাংলা ও গণিত)

খ। সহকারী শিক্ষক (বিজ্ঞান)

গ। সহকারী

শিক্ষক (স্বাস্থ্য

ও সুরক্ষা)

ঘ। পিএ

ঙ। অফিস

সহকারী

চ। পিয়ন

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

০৩ (তিন) (১) যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ বা জিপিএ প্রাপ্ত-

জন

(ক) সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি;

অথবা

(খ) নৈর্বাচনিক সংশ্লিষ্ট বিষয়সহ শিক্ষা বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি

অথবা

(গ) স্নাতক পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়সহ শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি

অথবা

(ঘ) সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ব্যাচেলর অব এডুকেশন (বিএড) বা ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রি বা ডিপ্লোমা।

০১ (এক) (১) যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর প্রাপ্ত এবং বিএড (অগ্রাধিকার)।

জন

অথবা

(২) স্নাতক পর্যায়ে বিজ্ঞান বিভাগে সিজিপিএ ২.৫০ / ২য় বিভাগে উত্তীর্ণ বিএড (অগ্রাধিকার) (উভয় ক্ষেত্রে সমগ্র শিক্ষা জীবনে ১টি ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে)।

০১ (এক) (১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক / স্নাতকোত্তর এবং বিএড (অগ্রাধিকার)। অথবা

জন

(২) স্নাতক পর্যায়ে সিজিপিএ ২.৫০/২য় বিভাগে উত্তীর্ণ (উভয় ক্ষেত্রে সমগ্র শিক্ষা জীবনে ১টি ৩য় বিভাগ/শ্রেণি/ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে)।

০১ (এক) (১) যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি

জন

(২) কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

(৩) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবেঃ

(ক) ইংরেজি: প্রতি মিনিটে ৩০ শব্দ।

(খ) বাংলা: প্রতি মিনিটে ২৫ শব্দ।

(8) Edu Smart সফটওয়্যার এর বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

০১ (এক) (১) শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ: (২) কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

জন

(৩) কম্পিউটার MS Office সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স ও ফটোকপি মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবেঃ

(ক) ইংরেজি: প্রতি মিনিটে ২৫ শব্দ।

(খ) বাংলা: প্রতি মিনিটে ২০ শব্দ।

(৪) ইলেকট্রিক / ড্রাইভিং কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ০১ (এক) (১) শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

জন

(২) ইলেকট্রিক/ড্রাইভিং/প্লাম্বিং কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ছ। আয়া, খাঁকরব ০৩ (তিন) (১) শিক্ষা বোর্ড হতে অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় ও গার্ড উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

জন

(২) আয়া পদের জন্য সেবা প্রদানকারী কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। (৩) খাঁকরব ও গার্ড পদের জন্য মালি/ইলেকট্রিক/প্লাম্বিং কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

গ্রেড ও বেতন স্কেল ১৩ তম গ্রেড (১১০০০-২৬৫৯০)

১৩ তম গ্রেড (১১০০০-২৬৫৯০)

১৩ তম গ্রেড (১১০০০-২৬৫৯০)

গ্রেড-১৪ তম (১০২০০-২৪৬৮০ )

গ্রেড-১৬ তম (৯৩০০-২১৮১০)

গ্রেড-২০ তম (৮২৫০-২০০১০)

গ্রেড-২০ তম (৮২৫০-২০০১০)

২। অন্যান্য যোগ্যতা: সকল পদের জন্য ১৫ মে ২০২৪ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। এছাড়া অভিজ্ঞ প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য। ৩। অন্যান্য সুবিধাদি: অত্র প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

৪। আবেদনের তারিখ: ০১ মে ২০২৪ হতে ১৫ মে ২০২৪ পর্যন্ত।

৫। আবেদনের নিয়মাবলি: আগ্রহী প্রার্থীদের স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র ১৫ মে ২০২৪ তারিখে এর মধ্যে অধ্যক্ষ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালী, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালী- ৮৬০০ ঠিকানায় ডাকযোগে/সরাসরি অফিস সময়ের মধ্যে পৌঁছাতে হবে। প্রার্থীদের পদের নাম খামের উপর স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর বর্তমান/ যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর ও ই-মেইল সংযুক্ত করতে হবে। বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালী জেনারেল ফান্ড এর অনুকূলে যেকোন তফশিলী ব্যাংক হতে ১৩ তম গ্রেডের জন্য টাকা ৮০০/০০ (টাকা আটশত মাত্র), ১৪ তম গ্রেডের জন্য টাকা ৫০০/০০ (টাকা পাঁচশত মাত্র), ১৬ তম গ্রেডের জন্য টাকা ৪০০/০০ (টাকা চারশত মাত্র) এবং ২০ তম গ্রেডের জন্য টাকা ৩৫০/০০ (টাকা তিনশত পঞ্চাশ মাত্র) মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর, ব্যাংকের নাম, শাখা, টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করতে হবে। ৬। পরীক্ষা পদ্ধতি: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান/ দাপ্তরিক দক্ষতা যাচাই এবং মৌখিক পরীক্ষার বিষয়ে যথাসময়ে অবহিত করা হবে। ১ (ঘ) ও (ঙ) নং পদের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। ৭। আবেদনকারীকে যথাসময়ে মোবাইলে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়ে জানিয়ে দেওয়া হবে। আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া ও প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করা বাঞ্চনীয়।

৮। প্রার্থীগণকে উল্লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যেকোন আবেদন বাতিল এবং নিয়োগ কার্যক্রম পরিবর্তন ও সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন। যেকোন সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। 






Post a Comment

0 Comments