নিয়োগ বিজ্ঞপ্তি
অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর-১ শাখা এর স্মারক নং-06-0000000000১,১৯.১২২, তারিখ-১৮/০৩/২০২৪ থ্রি-মূলে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এর অধীনে ডে-১৩ হতে গ্রেড-২০ পর্যন্ত রাজস্ব খাতে নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য ৪নং কলামে বর্ণিত নিয়োগ যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের সকল জেলার প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে অনলাইনে (http://itiiu.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
ক্রমিক পদের নাম, বেতন স্কেল ও গ্রেড (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযা
০১ নাভিটার অপারেটর
১১,০০০-২৬, 480 /-
A-3 প্রধান
|55,000-96,000/-
০০ উচ্চমান সহকারী
08
| ১০,২০০-২৪,৬৮/-
কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯,৩০০-২২,৪৯০/-
গ্রেড-১৬
০৫ অাসি সহায়ক
পদের সংখ্যা
の
নিয়োগ যোগ্যতা ও অভিজ্ঞতা
8
০২ (দুই) টি (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
০১ (এক) (ক) তেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতত বা সমমানের ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম ২য় শ্রেণি/সমতুল্য সিজিপিএ হতে হবে:
থো স্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে
এবং
(গ) কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা মারত ে হবে।
০২ (দুই) টি (ক) কোন যীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি
(ঘ) কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ: এবং
(গ) কম্পিউটারের অথার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞা থাকতে হবে। (ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের ডিপিএতে উচ্চ মাধ্যমিক
(একত্রিশ) সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তী
টি
যা কম্পিউটার দক্ষতা
(গ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে; এবং
(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ জন্ম ও ইংরেজিতে ২০ শব্দ। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
300-30,000/- প্রোভ-২০
(
টি
অনলাইনে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:
১। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। কোন প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ো করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হারো তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
২। প্রার্থীর বয়সের
সকল পদে ১লা এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বস ১১-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্র-কন্যা ও শাররিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। ব্যাসের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র/নীতিমালা অনুসরণ করতে হবে।
৩। সকল ধামীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহন করা হবে। অনলাইন বাড়ীত অন্য কোন মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গপ করা হবে। ৪। সরকারি, আধা-সরকারি ও মানবশসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিতনয আবেদন করতে হবে। সকল চাকরিতে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।
৫। এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আন্দেন করতে পারবেন না।
৬। অনলাইনে আবেদনপত্র পুরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়ঃ
(1)
(ii)
(20)
(50)
(ন)
(3)
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://milu.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১ মে ২০১৪ খ্রিস্টাব্দ সকাল ১০:০০ ঘটিকা। Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৫ মে ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
উনার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহার) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ 300 pixel) ও সাক্ষর (দৈর্ঘ্য ৮০ pixel) স্নান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রনে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথার নিজে শতভাগ নিশ্চিত হবেন।
প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োহনে সহায়ত হিসেবে সফল করবেন এবং মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান Online যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং অক্ষর upload করে আবেদন Submit করার পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত টি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদ/ঘোলা থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন। পরিমার্জন, পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। তাই আবেদন ফি জমাদানের পূর্বে অবশই Applicant's Copy-তে সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও সাক্ষর নিশ্চিত হয় PDF Copy ডাউনলোডপূর্বক রঙ্গিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করছেন। Applicant's কপিতে একটি User ID নফর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিয়োক পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞয়িতে বর্ণিত হকে ১,২,৩৩৪ নং জমিকের জন্য পরীক্ষার নি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ২০/- টাকাসহ (অনাতযোগ্য মোট ২২০/- (দুইশত তেইশ) টাকা এবং ৫ নং মিকের জন্য পরীক্ষার হি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ২২/- টাকাসহ (অফেরতযোগ) মোট ১৯২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”
0 Comments