আবেদনের শর্তাবলীঃ
১. প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. প্রার্থীক ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ফরমে স্বহস্তে আবেদন করতে হবে। স্বহস্ত ব্যতীত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
৩. সরকার কর্তৃক চাকুরির নির্ধারিত আবেদন ফরম সভাপতি, বাছাই কমিটি, জেলা পুলিশ, ঝিনাইদহ ও পুলিশ সুপার, ঝিনাইদহকে সম্বোধন করে আগামী ১৯/০৬/২০২৪ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন পুলিশ সুপারের কার্যালয়, ঝিনাইদহে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য নয়। খামের উপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা (যদি থাকে) এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। নির্ধারিত আবেদন ফরমটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইট www.mopa.gov.bd হতে সংগ্রহ করা যাবে।
৪. নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
৫. প্রার্থীর বয়সসীমা ১৯/০৬/2024 খ্রিঃ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৬. আবেদনপত্রের সহিত নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে।
ক) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩ (তিন) কপি 5 X 5 সে.মি. আকারের রঙ্গিন ছবি আবেদন ফরমের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে এবং ০২ (দুই) কপি স্ট্যাম্প সাইজের রঙ্গিন ছবি দাখিল করতে হবে। সত্যায়ন কর্মকর্তার নাম, পদবিযুক্ত স্পষ্ট সীল থাকতে হবে।
খ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
গ) সকল শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সীল দ্বারা সত্যায়িত)।
ঘ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নামযুক্ত সীল দ্বারা চারিত্রিক সনদপত্র।
৫) প্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান/মুক্তিযোদ্ধার পোষ্য হলে মুক্তিযোদ্ধা কোটায় আবেদিত চাকুরি প্রার্থীদেরকে নির্ধারিত ফরমের সাথে নিম্নবর্ণিত ছকে উল্লিখিত তথ্যাদি পূরণপূর্বক সনদের সত্যায়িত কপি আবেদন ফরমের সাথে দাখিল করতে হবে।
প্রার্থীর মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার গেজেট মন্ত্রণালয়ের বামুস
মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার মন্তব্য নাতি-নাতনী উত্তরাধিকারী
নাম নাম পিতার নাম স্থায়ী জাতীয়
সনদ নম্বর, নম্বর ও সনদ নম্বর, সনদ
ঠিকানা
পরিচয়পত্র,
জন্ম তারিখ,
মুক্তিবার্তা তারিখ নম্বর ও
জন্ম সনদ
তারিখ
তারিখ নম্বর ও ও স্মারক তারিখ নম্বর
দাবি করার ক্ষেত্রে প্রার্থীর
সনদপত্র
পোষ্যদের
জাতীয়
ক্ষেত্রে
পরিচয়পত্র, প্রার্থীর
8
&
१
পিতা-মাতার পিতা-মাতার
জাতীয় নাগরিকত্ব
পরিচয়পত্র
সনদযুক্ত
এবং
প্ৰমাণক
মুক্তিযোদ্ধার
সাথে সম্পর্কের
বিষয়ে
সনদপত্র
১০
১২
চ) ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ কোড নং-১৪২২৩২৬-তে ১০০/- (একশত) টাকা অনলাইনে জমা প্রদান করে সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মূল কপি (১ম) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
পদের নাম, জেলার নাম ও প্রার্থীর নাম-ঠিকানা সংবলিত ১০/- (দশ) টাকার ডাকটিকেট লাগানো ০১ (এক)টি ১০ ইঞ্চি X ৪.৫ ইঞ্চি একটি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে ।
০৭. বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র এবং ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
০৮. চাকুরীরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে। এ ক্ষেত্রে আবেদনপত্রের কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না ।
০৯. সরকারি নীতিমালা মোতাবেক মুক্তিযোদ্ধার সন্তান/মহিলা/আনসার ভিডিপি/এতিম/শারীরিক প্রতিবন্ধী/ক্ষুদ্র-নৃগোষ্ঠী প্রার্থীদের জন্য কোটা সংক্রান্ত সরকারি বিধি-বিধান অনুসরণ করা হবে। এক্ষেত্রে প্রার্থীকে তার কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। অন্যথায় তাকে সাধারণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।
১০. কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল এবং তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১. লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ এর প্রমাণস্বরূপ সকল সনদপত্র ও কোটা সম্পর্কিত প্রমাণক সনদপত্রের মূল কপি উপস্থাপন/দাখিল করতে হবে।
১২. নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবীর প্রার্থীর যোগ্যতার পরিপন্থী বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না ।
১৩. কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন/সংযোজন/বিয়োজন ও বাতিল করার ক্ষমতা
সংরক্ষণ করেন।
১৪. প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
এই-১৭৮-১৭৪/২৪ (১৫ ×৪)
স্বাক্ষরিত/
(মোঃ আজিম-উল-আহসান, বিপিএম-সেবা) বিপি-৭৭০৮১২১৫৭৮
পুলিশ সুপার, ঝিনাইদহ
ফোন- ০২৪৭৭৭৪৭০০১, ফ্যাক্স-০2497986885
ই-মেইল: spjhenaidah@police.gov.bd
0 Comments