বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে নতুন নিয়োগ প্রকাশিত ২০২৪

 

নং

১। উপ-সহকারী প্রকৌশলী ০১ (এক) টি শিক্ষাগত যোগ্যতা (মেকানিক্যাল)

২। সহকারী প্রজেক্ট অফিসার

১। সরকারী অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোন পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন মেকানিক্যাল পাশ হতে হবে। ন্যূনতম ০৪ বছরের কোর্স। অভিজ্ঞতা

১। দেশী অথবা বিদেশী শিপইয়ার্ডে (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।

০১ (এক) টি শিক্ষাগত যোগ্যতা

১। ন্যূনতম এইচএসসি পাশ। অভিজ্ঞতা

১। বাংলাদেশ নৌবাহিনীর অর্ডিন্যান্স শাখার অভিজ্ঞ অবসরপ্রাপ্ত জেসিও পদবির প্রার্থী ।

৩। প্রজেক্ট সহকারী

০২ (দুই) টি শিক্ষাগত যোগ্যতা

(সিভিল/মেকানিক্যাল)

(সিভিল-০১ ১। সরকারী অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোন | মেকানিক্যাল পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন মেকানিক্যাল/ সিভিল OS) পাশ হতে হবে। অভিজ্ঞতা

৪। সুপারভাইজার

০৩ (তিন) টি

৫। যানবাহন চালক

(এমটিডি)

৬। নিম্নমান করণিক কাম কম্পিউটার অপারেটর (এলডিসি)

৭। নিরাপত্তা প্রহরী

৮। ফায়ারম্যান

১। বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে । শিক্ষাগত যোগ্যতা

১। সরকারী অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোন প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স (শিপ ফেব্রিকেশন/ শিপবিল্ডিং ওয়েল্ডিং/ মেকানিক্যাল) পাশ হতে হবে।

অভিজ্ঞতা

১। দেশী অথবা বিদেশী শিপইয়ার্ডে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।

০১ (এক) টি শিক্ষাগত যোগ্যতা

১। ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ । অভিজ্ঞতা

১। যানবাহন চালনায় ৫(পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। ২। হেভী / মিডিয়াম লাইসেন্সধারী।

০১ (এক) টি শিক্ষাগত যোগ্যতা

১। সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

অভিজ্ঞতা

১। কম্পিউটার পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেয়া হবে।

2 Typing Speed বাংলায় প্রতি মিনিটে কমপক্ষে ২৫টি শব্দ ও ইংরেজিতে কমপক্ষে ৩৫টি শব্দ হতে হবে।

০২ (দুই) টি শিক্ষাগত যোগ্যতা

১। সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি / সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার এ চাকরির অভিজ্ঞতাসহ ৮ম শ্রেণি পাশ হতে হবে।

০২ (দুই) টি অভিজ্ঞতা

১। সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থা হতে মৌলিক প্রশিক্ষণ গ্রহণকারী এবং সংশ্লিষ্ট কাজে ০৩ বছর অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি অগ্রগণ্য।

২। সুস্থ, সবল ও সুঠাম দেহের অধিকারী অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

পর্যন্ত) অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিল যোগ্য।

চুক্তি ভিত্তিক

এর ধরণ

ডিইডব্লিউ লিঃ

এর নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী

অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিল যোগ্য।

দৈনিক

ভিত্তিক

ডিইডব্লিউ লিঃ এর নিজস্ব

অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিল যোগ্য।

চুক্তি

ভিত্তিক

দৈনিক ভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী

ডিইডব্লিউ লিঃ এর নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী

অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিল যোগ্য।

দৈনিক

ভিত্তিক

ডিইডব্লিউ লিঃ এর নিজস্ব

দৈনিক ভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী

অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিল যোগ্য।

চুক্তি ভিত্তিক

ডিইডব্লিউ লিঃ এর নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী

ক্রঃ

পদের নাম

পদের সংখ্যা

নং

৯। কুক

০২ (দুই) টি শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বয়স (১৬/০৫/২০১৪ পর্যন্ত) অনূর্ধ্ব ৩০ বছর।

নিয়োগ এর ধরণ

চুক্তি ভিত্তিক

সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিল যোগ্য।

১। সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি / সমমান বিশেষ অভিজ্ঞতা পরীক্ষায় উত্তীর্ণ।

অভিজ্ঞতা

১। রন্ধন কাজে ০৩ বছর অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি অগ্রগণ্য।

১০। শ্রমিক (ওয়েল্ডার)

৩০ (ত্রিশ) টি

শিক্ষাগত যোগ্যতা

১। ন্যূনতম ৮ম শ্রেণি পাশ ।

অভিজ্ঞতা

১। দেশী অথবা বিদেশী শিপইয়ার্ডে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০২/০৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।

২। LR/ BV ক্লাস সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

১১। শ্রমিক (ফিটার)

| ১০ (দশ) টি শিক্ষাগত যোগ্যতা

১২। শ্রমিক (পাইপ ফিটার)

১। ন্যূনতম ৮ম শ্রেণি পাশ ।

অভিজ্ঞতা

১। দেশী অথবা বিদেশী শিপইয়ার্ডে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০২/03 বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।

২। LR/ BV ক্লাস সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

| ১০ (দশ) টি শিক্ষাগত যোগ্যতা

১। ন্যূনতম ৮ম শ্রেণি পাশ । অভিজ্ঞতা

১। দেশী অথবা বিদেশী শিপইয়ার্ডে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০২/০৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।

২। LR/BV ক্লাস সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

১৩। শ্রমিক (শ্যাফ্ট ফিটার) ৮ (আট) টি শিক্ষাগত যোগ্যতা

১। ন্যূনতম ৮ম শ্রেণি পাশ । অভিজ্ঞতা

১। দেশী অথবা বিদেশী শিপইয়ার্ডে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০২/03 বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।

২। LR/ BV ক্লাস সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

ক্রঃ न‍

পদের নাম

পদের সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

১৪। শ্রমিক (ইলেকট্রিশিয়ান)

১৫ (পনেরো) টি ১। ন্যূনতম ৮ম শ্রেণি পাশ ।

শিক্ষাগত যোগ্যতা

বেতন/মজুরী

ডিইডব্লিউ লিঃ এর নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী

ন্যূনতম ২০ বছর। বিশেষ অভিজ্ঞতা

দৈনিক

সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিল যোগ্য।

ভিত্তিক

ডিইডব্লিউ লিঃ এর নিজস্ব

দৈনিক ভিত্তিক

মজুরী কাঠামো অনুযায়ী

বয়স (১৬/০৫/২০২৪ পর্যন্ত)

নিয়োগ এর ধরণ

মজুরী

২। সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন।

অভিজ্ঞতা

১। দেশী অথবা বিদেশী শিপইয়ার্ডে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।

১৫। শ্রমিক (পেইন্টার)

ন্যূনতম ২০ বছর। বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিল যোগ্য।

দৈনিক

ভিত্তিক

৭ (সাত) টি শিক্ষাগত যোগ্যতা

১। ন্যূনতম ৮ম শ্রেণি পাশ ।

ডিইডব্লিউ লিঃ এর নিজস্ব দৈনিক ভিত্তিক মজুরী কাঠামো অনুযায়ী

অভিজ্ঞতা

১। দেশী অথবা বিদেশী শিপইয়ার্ডে পেইন্টিং কাজে ন্যূনতম ০২/০৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।

২। চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে মূল বেতনের সাথে অন্যান্য ভাতাদি ও বোনাস এবং দৈনিক ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে দৈনিক বেতন/ মজুরী, ভাতাদি ও বোনাস ডিইডব্লিউ লিঃ এর নিজস্ব বেতন/মজুরী কাঠামো, নিয়োগ নীতিমালা ও প্রচলিত নিয়মানুযায়ী (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদান করা হবে।

৩। ডিইডব্লিউ লিঃ এর মেডিক্যাল সেকশন কর্তৃক প্রদত্ত মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট সন্তোষজনক ও পুলিশ তদন্ত প্রতিবেদন সন্তোষজনক প্রতিপাদিত হলে নিয়োগ প্রদান করা হবে।

৪। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভা/ সিটি কর্পোরেশনের মেয়র/ কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব / জাতীয়তা সনদপত্র, জাতীয় পরিচয় পত্র, জন্মনিবন্ধন (যদি থাকে), শিক্ষাগত যোগ্যতার সনদ / প্রত্যয়ন পত্র, ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত কপি (যানবাহন চালক পদের জন্য) এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনদপত্র সমূহের সত্যায়িত কপি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতঃ উক্ত আবেদন পত্র ব্যবস্থাপনা পরিচালক বরাবর “ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর-১৪১০, বন্দর, নারায়ণগঞ্জ” এর ঠিকানায় আগামী ১৬ মে ২০২৪ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রেরণ করতে হবে। প্রেরিত আবেদন পত্রের খামের উপর অবশ্যই পদের নাম ও মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।

৫। প্রার্থীকে বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করত ে হবে।

৬। লিখিত/ মৌখিক/ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৭। ডিইডব্লিউ লিঃ এর চাহিদার প্রেক্ষিতে পদের সংখ্যা হ্রাস / বৃদ্ধি হতে পারে।

৮। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসমূহে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ।

৯। নিরাপত্তার স্বার্থে নিয়োগ সংশ্লিষ্ট পরীক্ষায় অংশ গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও সচেতনতা অবলম্বন করতে হবে।

১০। নিয়োগ সংক্রান্ত বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

১১। ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন সময় নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এবং সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।

www.prebd.com

জি-৯৯৫/১৪ (১৬x৪)

পক্ষে ব্যবস্থাপনা পরিচালক 







Post a Comment

0 Comments