কেমন হবে কোপা আমেরিকার জন্য ব্রাজিলের মিডফিল্ডার?

 

২০২৪ কোপা আমেরিকা তে ব্রাজিলের মিডফিল্ড!! 


বিগত কয়েকটি মেজর টুর্নামেন্ট অর্থাৎ ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপে ব্রাজিল খেলতে গিয়েছিলো হট ফেভারিট দল হিসেবে। যার কারণ দলে ছিলো দুর্দান্ত সব এট্যাকার, ডিফেন্ডার ও গোলকিপার। কিন্তু তারপরও কোনো সাফল্য নেই যার প্রধান কারণ ব্রাজিলের ভঙ্গুর মিডফিল্ড। 


ব্রাজিলের মিডফিল্ড থাকতো নিষ্প্রাণ, মিডফিল্ড থেকে স্ট্রাইকার কিংবা উইঙ্গার পেতো না যতেষ্ট সহায়তা। কাতার বিশ্বকাপে যেই ম্যাচ থেকে ক্রোয়েশিয়ার সাথে হেরে বিদায় নেয় সেই ম্যাচের দিকে থাকালেই ব্রাজিলের মিডফিল্ড শোচনীয় অবস্থা বোঝা যায়। 


যেখানে প্রতিপক্ষ ক্রোয়েশিয়া দল ে লুকা মদ্রিচ, মার্সেলো ব্রজোভিচ ও মাতেও কোভাশিচের মতো বাঘা বাঘা মিডফিল্ডার নিয়ে মাঠে নেমেছে, সেখানে ব্রাজিল নেমেছে মাত্র দুইজন মিডফিল্ডার নিয়ে তাও ক্যাসেমিরোর সাথে লুকাস পাকেতা কে ডাবল পিভটে নিয়ে। অর্থাৎ এক ক্যাসেমিরো ছাড়া ব্রাজিলের মিডফিল্ড শুন্যে হাহাকার। তিতের স্বজনপ্রীতি বজায় রাখতে ফ্রেড, রিবেইরো আর লুকাস পাকেতা কে আউট অফ দ্যা পজিশনে গিয়ে খেলতে দেখা যেতো ব্রাজিলের মিডফিল্ডে। যার কারণে সাফল্য টা ধরা দেয়নি ব্রাজিলের মূলত এই ভঙ্গুর মিডফিল্ডের কারণে।


তবে এবার সেই ভঙ্গুর মিডফিল্ডে প্রাণ ফিরে এসেছে, ব্রাজিল দলে দেখা মিলছে কিছু দুর্দান্ত মিডফিল্ডারের। তারচেয়ে বড় কথা ব্রাজিল দলে এই মিডফিল্ডার কে হেড কোচ ডরিভাল জুনিয়র নিয়ে এসেছে ভালোভাবে যাচাই-বাছাই করে। বড় বড় নামের পিছনে না দৌড়ে কার্যকরী মিডফিল্ডার দের দলে রেখেছে ডরিভাল জুনিয়র যারা নিয়মিত পারফর্ম করে যাচ্ছে।


আসন্ন কোপা আমেরিকা তে ব্রাজিল একটা কোয়ালিটি সম্পুর্ন এলিট মিডফিল্ড ইউনিট নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। ফ্রেড, রিবেইরো, গার্সন দের জায়গায় এবার কোপা তে দেখা যাবে ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, ডগলাস লুইজ, আন্দ্রেয়াস পেরেইরা, জোয়াও গোমেজ ও এডারসন সিলভা দের মতো কোয়ালিটি সম্পূর্ণ মিডফিল্ডারদের।


এক নজরে দেখে আসি কোপা আমেরিকার ব্রাজিলের মিডফিল্ড ইউনিটকে ⬇️


◉ লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম) : আসন্ন কোপা আমেরিকা তে নিঃসন্দেহে ব্রাজিলের মিডফিল্ড ইউনিটের লিডার হিসেবে থাকবে। হ্যাঁ! ঠিক শুনেছেন ঐই সেই পাকেতা যে কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল হারার পর থেকে ব্রাজিল ভক্তদের চক্ষুবিষ ছিলো, যাকে ব্রাজিল ভক্তরা ব্রাজিল দল থেকে চিরবিদায় জানাতে চেয়েছিলো। সেই পাকেতা এই মুহুর্তে ব্রাজিল মিডফিল্ড এর নেতা।


পাকেতা শুরু থেকেই একজন ট্যালেন্টেড মিডফিল্ডার ছিলো। কিন্তু সে নিজেকে মেলে ধরতে পারেনি তিতের যুগে যখন থেকে তাকে আউট অফ দ্যা পজিশনে নিয়ে গিয়ে ডাবল পিভট খেলানো শুরু করেন। পাকেতা মুলত অ্যাটাকিং মিডফিল্ডার পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার ও লেফট উইঙ্গার হিসেবেও খেলতে পারে। তার বেস্ট আউটপুট পাবে এই পজিশন গুলো তে খেলিয়ে। যা লাস্ট দুই মৌসুমে ওয়েস্ট হ্যামের জার্সিতে ডেভিড ময়েস বের করে আনছে। 


পাকেতা এই মুহুর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্যা বেস্ট মিডফিল্ডার। সদ্য শেষ হওয়া মৌসুমে ওয়েস্ট হ্যামের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে সে। এবং বুঝিয়ে দিয়েছে তার থেকে বেস্ট পারফরম্যান্স বের করতে হলে ডাবল পিভট এ না সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে বের কর‍তে হবে। ব্রাজিলের শেষ দুই ম্যাচে ডরিভাল জুনিয়র পাকেতা কে রাইট মিডফিল্ডার হিসেবে খেলিয়েছে । পাকেতার পারফরম্যান্স ও ছিলো দুর্দান্ত পাশাপাশি ভক্তদের কাছ হারানো আস্থা ফিরিয় ে এনেছে। আসন্ন কোপা আমেরিকাতেও পাকেতা কে রাইট মিডফিল্ডার হিসেবে ইউজ করবে ডরিভাল জুনিয়র। 

*** স্পট ফিক্সিং নিয়ে যেহেতু এখনো চুড়ান্ত সিদ্ধান্ত আসেনাই তাই এই বিষয়ে ব্রাজিল দলে তার খেলার কী প্রভাব পড়বে না পড়বে সেটা আগেই বলে যাচ্ছে না। 


◉ ব্রুনো গিমারায়েস(নিউক্যাসল ইউনাইটেড) : বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার দের একজন ব্রুনো গিমারায়েস। যে নিউক্যাসল ইউনাইটেডে জার্সিতে প্রতিনিয়ত আলো ছড়িয়ে যাচ্ছে। চলতি মৌসুমে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছে ব্রুনো যদিও সে একজন প্রফার ডিএম না। কিন্তু একজন প্রফার ডিএম এর কাজ থেকে একটা দল যা যা আশা করে তার সবকিছু ব্রুনো গিমারায়েস দিয়ে যাচ্ছে নিউক্যাসলকে। আক্রমণ বলেন কিংবা ডিফেন্সে ব্রুনো গিমারায়েস সবজায়গা নিজের সেরা টা দিচ্ছে।


আসন্ন কোপা আমেরিকা তে ব্রাজিলের মিডফিল্ড টাম্প কার্ড হিসেবে থাকবে ব্রুনো গিমারায়েস। 


◉ ডগলাস লুইজ (এস্টন ভিলা) : লাস্ট দুই মৌসুমে এস্টন ভিলার জার্সিতে দুর্দান্ত সব পারফরম্যান্স দিয়ে যাচ্ছে। এস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যাওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার ইম্প্যাক্ট ছিলো টপ নচ। ডগলাস লুইজ একজন গোলস্কোরিং মিডফিল্ডার। তাই এমন একজন মিডফিল্ডার ব্রাজিল দলে থাকা আর্শীবাদস্বরূপ। 


◉ আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহ্যাম) : ২০২২/২৩ ও ২০২৩-২৪ এই দুই মৌসুমে ফুলহ্যামের জার্সিতে অসাধারণ সময় কাটাচ্ছে এই এট্যাকিং মিডফিল্ডার। পেরেইরা মূলত ক্রিয়েটিভ মিডফিল্ডার। পেরেইরা ক্রিয়েটিভ স্কিলের মাধ্যমে দারুণ বল সাপ্লাই দেয় এট্যাকার দের। ডরিভাল জুনিয়র তাকে ম্যাচে সুপার সাব ইউজ করে ম্যাচের ভাগ্য বদলিয়ে দিতে পারবে যা আমরা শেষ প্রীতি ম্যাচ গুলোতে দেখেছি।


 ◉ জোয়াও গোমেজ (উলভস): ইয়াং অ্যান্ড এক্সাইটিং এক প্রস্পেক্ট ব্রাজিলের। এক কথায় তাকে ট্যাকেল মাষ্টার বলা যায়। স্পেনের বিপক্ষে ম্যাচের পর অনেকেই হয়তো বলে দিয়েছে সে ব্রাজিল দলে চলবে না৷ অবশ্যই! চলবে তার প্রমাণ সে ইংল্যান্ডের বিপক্ষে নিজের আন্তর্জাতিক অভিষেক ম্যাচেই দিয়েছে। তারমতো একজন মিডফিল্ডার ব্রাজিল মিডফিল্ড ইউনিট এর শক্তি বাড়াবে।


 ◉ এডারসন সিলভা (আটালান্টা) : ইউরোপা চ্যাম্পিয়ন! ব্রাজিল দলে দারুণ এক সংযোজন এই এডারসন। তার অন্তর্ভুক্তি ব্রাজিলের মিডফিল্ড শক্তি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে আটালান্টা কে ইউরোপা লিগ জিতিয়েছে।

এডারসন শক্তিশালী ও ওয়েল বিল্ট সেন্ট্রাল মিডফিল্ডার। 


এই ছয়জন ই থাকছে আসন্ন কোপা আমেরিকা তে ব্রাজিল মিডফিল্ড ইউনিটে। এদের মধ্যে কোন তিনজন থাকবে এটা নিয়ে একটা কোতুহল থাকবেই! 


যেহেতু ব্রাজিল দলে কোনো প্রপার ডিফেন্স মিডফিল্ডার নাই সেক্ষেত্রে ডরিভাল জুনিয়র আসন্ন কোপা তে ৪-২-১-৩ ফরম্যাটে দল সাজাতে পারে। ডাবল পিভট হিসেবে তার পছন্দ হওয়া উচিৎ কোনো সন্দেহ ছাড়া ব্রুনো গিমারায়েস তার সাথে এই মুহুর্তে ডাবল পিভটে তার যোগ্য পার্টনার এডারসন সিলভা


 এই দুইজনের ডাবল পিভট জুটি দুর্দান্ত হতে পারে কারণ দুইজনের ই প্যাসিং রেঞ্জ, বল প্রটেকশন/প্রগস্রেশন দক্ষতা, ডুয়েল দক্ষতা ও ডিফেন্সিভ সিচুয়েশনে প্রতিপক্ষ কে রিড করার ক্ষমতা টপ নচ। একি সাথে তাদের দুইজনের টপ ক্লাস মেন্টালিটি আছে, দুইজন ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করে। যেকোনো ম্যাচে ব্রুনো ও এডারসন সহজে মানিয়ে নিয়ে পারফর্ম করার দুর্দান্ত ক্যাপাবিলিটি বিদ্যমান দুইজনের মাঝে।


কাজেই এই মুহুর্তে ব্রাজিলের জন্য বেস্ট প্রপার ডাবল পিভট জুটি হওয়া উচিৎ ব্রুনো গিমারায়েস ও এডারসন। আর নম্বর-১০ হিসেবে লুকাস পাকেতা।


সবকিছু মিলিয়ে বলা যায় আসন্ন কোপা আমেরিকাতে ব্রাজিল মিডফিল্ড যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন। 



Post a Comment

0 Comments