আর্মড পুলিশ ব্যাটালিসনে নতুন নিয়োগ প্রকাশিত ২০২৪

 

বগুড়া

আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া

*

নিয়োগ বিজ্ঞপ্তি

EIIN : 119261 School Code: 4289

College Code : 4352

আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজে নিম্নবর্ণিত পদসমূহে যোগ্যতার ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ীভাবে

নিয়োগ প্রদান করা হবে।

ক্রমিক

পদের নাম ও বিষয়

পদের

বেতন/বেতন স্কেল

ন্যূনতম যোগ্যতা

মন্তব্য

নং

সংখ্যা

সহকারী শিক্ষক:

ভৌত বিজ্ঞান

(পদার্থবিদ্যা) ইংরেজি

০১ জন

১২৫০০-৩০২৩০/- টাকা ০১ জন (বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতাসহ অন্যান্য আর্থিক সুবিধা)

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বয়স সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী সর্বোচ্চ অনার্সসহ স্নাতক ডিগ্রি।

৩৫

বছর

02 বাস হেলপার

০১ জন

সর্বসাকুল্যে মাসিক বেতন ৮২৫০/- টাকা

অষ্টম শ্রেণি/জেএসসি / সমমান

পাস। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন/

(চুক্তিভিত্তিক)

ড্রাইভিং

লাইসেন্সধারী

প্রার্থীদের অগ্রাধিকার দেয়া

হবে

অন্যান্য উল্লেখ্য বিষয় :

11

21

৩।

81

৫।

০১ নং পদের জন্য শিক্ষাগত যোগ্যতার সকল পরীক্ষায় ন্যূনতম CGPA 2.50/2য় শ্রেণি/বিভাগ/সমমান থাকতে হবে। ২ বৎসর সন্তোষজনকভাবে চাকুরী করার পর সিপিএফ এবং অন্যান্য সুবিধাসহ চাকুরী স্থায়ীকরণের চাকরী করার পর সিপিএফ এবং বিষয়টি বিবেচনা করা হবে।

আগ্রহী প্রার্থীগণ আবেদনপত্রের সাথে জীবনবৃত্তান্তসহ সংশ্লিষ্ট সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ০২ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি/ডাকযোগে অথবা apbpscbogra@yahoo.com ই-মেইল এ (মূল কাগজপত্র, ব্যাংক জমার রশিদ ও ছবিসহ আবেদনপত্র স্ক্যান করে পাঠাতে হবে, যার হার্ডকপি পরীক্ষা গ্রহণের পূর্বেই অফিসে জমা দিতে হবে।) অধ্যক্ষ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, নিশিন্দারা, উপশহর, বগুড়া-এর বরাবরে দরখাস্ত প্রতিষ্ঠান কার্যালয়ে পৌঁছাতে হবে। আবেদনসমূহ যাচাই কর ে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষা গ্রহণের তারিখ ও সময় পরবর্তীতে ফোন/মোবাইলের মাধ্যমে জানানো হবে, পৃথকভাবে কোন ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। স্বাক্ষরবিহীন ত্রুটিপূর্ণ এবং অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে ।

ওয়ান ব্যাংক লিমিটেড, বগুড়া শাখায় STD- 0195150595004 নম্বরে ০১ পদের জন্য ১০০০/- (একহাজার) টাকা এবং ০২ নং পদের জন্য ৪০০ (চারশত) টাকা (যা অফেরতযোগ্য) জমার মূল রশিদ/ব্যাংক ড্রাফ্ট আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

শিক্ষক পদে সাধারণ বিষয়াবলির পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পর্যন্ত পঠিত বিষয়ের উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। বাস হেলপার পদে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

প্রতিষ্ঠানের প্রয়োজনে বিজ্ঞাপনে উল্লেখিত পদসমূহের সংখ্যা হ্রাস-বৃদ্ধি করা এবং কোন কারণ ছাড়া কর্তৃপক্ষ এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

www.prebd.com Pc-688/24 (7"x3)

52/02/28

(এ, টি, এম, মোস্তফা কামাল)

অধ্যক্ষ

আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া 





Post a Comment

0 Comments