খুশির খবর াকোপা আমেরিকায় খেলবে নেইমার

 নেইমার ভক্তদের জন্ য সুখবর !


আসন্ন কোপা আমেরিকা ২০২৪ এ নেইমারের খেলা প্রায় নিশ্চিত।



 কনমেবল অফিসিয়ালি জানিয়েছে প্রতিটা দল ২৬ সদস্যের দল ঘোষণা করতে পারবে। 



যেহেতু ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র - নেইমার ও ক্যাসিমেরোকে বাদ দিয়ে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। 


সেহেতু নিয়ম অনুযায়ী আরো তিন জনকে দলে নিতে পারবে কোচ । 


এদিকে নেইমার যেহুতু এখন খেলার জন্য প্রায় ফিট সুতরাং ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়রকে দলে জায়গা দিবে কোচ ডরিভাল জুনিয়র।

এর মানে আগামী মাসে শুরু হতে যাওয়া কোপা আমেরিকা ব্রাজিলের হলুদ জার্সি গায়ে ব্রাজিলের হয়ে মাঠ মাতাবে নেইমার।

শুভকামনা রইলো নেইমার জুনিয়রের জন্য ❤️🥀


 

Post a Comment

0 Comments