বাংলাদেশ পুলিশে নতুন নিয়োগ প্রকাশিত ২০২৪






 স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্মারক নং-BB.০০.০০০০.০১৫.০২.০০৯.১৯-২৩০ অবিধ-০৬.০৬.২০২৩খ্রিঃ ও পুলিশ হেডকোয়ার্টার্স স্মারক নং-৪৪.০১.০০০০,০২৮, ১৮:২১, ২০২৩/১৩১৭ তাং-০৬০৭, ২০২৩ খ্রিঃ মূলে জারীকৃত ছাড়পত্রের প্রেক্ষিতে রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট এর বর্ণিত শূন্য পদ অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত সিলেট বিভাগের আওতাধীন সিলেট, মৌলভীবাজার হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে অনলাইনে http://digsylhet.teletalk.com.bd) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

कृमिक নং

পদের নাম

পদ সংখ্যা

জাতীয় বেতন স্কেল ২০১৫

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

অনুযায়ী

গ্রেড

বেতন স্কেল

অফিস সহায়ক 05

ব্রেকাটি

গ্রেড-২০ | ৮২৫০-২০০১০/- (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

সর্বমোট-

05

(ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-১ শাখা কর্তৃক সেপ্টেম্বর ২৪, ২০১৯, তারিখ প্রকাশিত প্রজ্ঞাপন বা বাংলাদেশ গেজেট এর তপম্পি-এ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

(চ)

(2)

(0)

(8)

(3)

(এক)টি

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:

প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তি জারির তারিখে ১৮(আঠারা থেকে ৩০(ত্রিশ) বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের পুত্র কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণে পুলিশ বিভাগ (নন-পুলিশ কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা ১৯৯৬ এবং যন্ত্রনালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধি মালা ২০১১ অনুসরণ করা হবে।

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে।

আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।

(a)

নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের জন্য প্রচলিত নিয়োগ বিধি মতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।

()

(৬)

চাকুরির জন্য আবেদন অনলাইন ে আগামী ২৫/০৩/২০২৪ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে ১৪/০৪/২০২৪ তারিখ ১৬.০০ ঘটিকা পর্যন্ত দাখিল করা যাবে। অফিসে সরাসরি/ডাকযোগে কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি/ডাকযোগে প্রেরিত সকল বরখাস্ত বাতিল মর্মে গণা হবে।

(4)

কো

(য)

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/ অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক (জ) প্রতিটির ০১(এক)টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করত ে হবে। দাখিল/উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা:

সকল সনদ/প্রত্যয়ন/অনাপত্তিপত্র।

সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশন/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের

চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রা

(51)

জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্র।

ঘো

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

(19)

(চ)

চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র।

মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা প্রমাণপত্র ও অন্যান্য সনদপত্র ।

(ক)

(১০)

(>3)

(*)

(১২)

আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র- কন্যার পুত্র-কন্যা হলে আবেদনের সাথে বীর মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক উল্লেখপূর্বক ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (১৩) অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।

(38)

(১৬)

(39)

অন্যান্য কোটা যেমন প্রতিবন্ধী কোটায় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রভায়ন/সনদপত্র। Online-এ পুরণকৃত আবেদনপত্রের কপি ও প্রবেশপত্র ।

নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন সম্পাদন করা হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ (১৮) করা হনে।

যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার (১৯) জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি:

পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://digsylhet.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পুরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ

Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৫/০৩/২০২৪, সকাল ১০.০০ টা।

Online-এ আবেদনপত্র জমাদানের সর্বশেষ তারিখ ও সময়: ১৪/০৪/২০২৪, বিকাল ১৬.০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk Pre-paid mobile এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(1)

Online-0 আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর দৈঘ্য ৩০০ গ্রন্থ ৮০ পিক্সেল) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ গ্রন্থ ৩০০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০KBI

G





Post a Comment

0 Comments