জেল পুলিশে কারারক্ষী পদে নতুন ছাড়পত্র প্রকাশ ২০২৪

 



বিষয় : কারা অধিদপ্তরের সরাসরি নিয়োগযোগ্য কারারক্ষী ও মহিলা কারারক্ষীর শূন্য পদের ছাড়পত্র প্রদান। সূত্র : কারা অধিদপ্তরের স্মারক নং-৫৮.০৪.০০০০.022.07.001.202৪-১৪৪ তারিখ: ২৪ মার্চ ২০২৪।

কারা অধিদপ্তরের রাজস্বখাতে সরাসরি নিয়োগযোগ্য নিম্নছকে বর্ণিত কারারক্ষী ১৯৯ (একশত নিরানব্বাই)টি ও মহিলা কারারক্ষীর ৬৭ (সাতষট্টি)টি শূন্য পদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪ নভেম্বর ২০১০ তারিখের ১৩৫৬ (২৫০) সংখ্যাক পরিপত্রের নির্দেশনা অনুযায়ী নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নির্দেশক্রমে ছাড়পত্র প্রদান করা হলো:

ক্রম পদের

সরাসরি

পূরণকৃত | বর্তমান

শূন্য

জাতীয় বেতন স্কেল,

নাম

পূরণযোগ্য

পদ

শূন্য পদ

পদের

পদ সংখ্যা

সংখ্যা

১০%

২০১৫ অনুযায়ী বেতন স্কেল ও গ্রেড

8

৫ (৩-৪)

J.

কারারক্ষী

৮৫৬৫

৭৯৫০

৬১৫

৬১

মহিলা কারারক্ষী

৬৭৭

৫৮৮

৮৯

१ ৯,০০০-২১,৮০০/-

১৭ তম

৯,০০০-২১,৮০০/-

শূন্য পদের ১০% সংরক্ষণ এবং ইতঃপূর্বে ছাড়পত্র প্রদানকৃত পদ ব্যতিরেকে ছাড়পত্ৰ প্ৰদানযোগ্য

প্রকৃত পদের সংখ্যা

615-(355+61)=১৯৯

৮৯-(14+৮)=৬৭

১৭ তম

মোট=

২৬৬ (দুইশত ছিষট্টি)টি

শর্তাবলি:

(ক)

উল্লিখিত পদ পূরণের ক্ষেত্রে যদি আদালতের কোন নিষেধাজ্ঞা থাকে, কোন রীট/মামলা বিচারাধীন থাকে, কোন মামলার রায় বাস্তবায়নের বিষয় অপেক্ষমান বা প্রক্রিয়াধীন থাকে তবে আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নপূর্বক বিধি-বিধান মোতাবেক শূন্য পদ পূরণের কার্যক্রম গ্রহণ করতে হবে;

(খ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯ অক্টোবর ২০২১ তারিখের ২৪৯ নং পরিপত্রের ৪(খ) অনুযায়ী এ ছাড়পত্রের বৈধতার মেয়াদ ১ (এক) বছর; উক্ত পরিপত্রের ৪(গ) অনুযায়ী ছাড়পত্রের বৈধতার মেয়াদের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং উক্ত পরিপত্রের ৪(ঘ) অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে পদ পূরণে অসমর্ থ হলে নতুন করে ছাড়পত্র গ্রহণ করতে হবে;

(গ)

প্রাপ্ত প্রস্তাবে মঞ্জুরিকৃত ও শূন্য পদের সংখ্যায় কোন গরমিল থাকার কারণে কোন পদে অতিরিক্ত লোক নিয়োগ দেয়া হলে সেক্ষেত্রে ভুল তথ্য প্রদানকারী দায়ী থাকবে;

(ঘ)

অর্গানোগ্রাম ও পদ সৃষ্টির আদেশে বর্ণিত পদনাম অনুযায়ী নিজস্ব অনুমোদিত নিয়োগবিধি অনুসরণপূর্বক প্রতি শ্রেণির পদের বিপরীতে মঞ্জুরীকৃত পদসংখ্যার ভিত্তিতে পদ পূরণ করতে হবে এবং এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ দায় ী থাকবে;






Post a Comment

0 Comments