১। উপযুক্ততা।
শাখার নাম
ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন
টেকনিক্যাল)
মেডিকেল
শিক্ষাগত যোগ্যতা
এসএসস ি (বিজ্ঞান)/সমমান এসএসসি (ভোকেশনাল), জিপিএ ৩.৫০ (ন্যূনতম)। এসএসসি পরীক্ষার উচ্চত এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম 'এ' মোড প্রাপ্ত প্রার্থীদের আদি করা হবে। জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান জিপিএ ৩.৫০ (ন্যূনতম)।
পোট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি(নৌ) এসসাস সি / সমমান/এসএসসি (ভোকেশনাল), সকল বিভাগে জিপিএ ৩.০০ (ন্যূনতম)। এসএসসি/সমমান/এসএসসি (ভোকেশনাল), সকল বিভাগে জিপিএ ২.৫০ (ন্যূনতম)। ৮ম শ্রেণি পাস।
২। শারীরিক যোগ্যতা ন্যনতম)।
ान পেট্রোলম্যান
শাখা
বুকের মাপ
চোখের দৃষ্টি
১৬৭৫ দেখি '6")
১৭২.৫ মেরি (O-)
৭৮-৮১ সেঃমিঃ (৩০-02") সম্প্রসারণ ও সোঃমিঃ (2)
6/0
অনুযা
অন্যান্য শাখা (কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, ১৬২.৫ সেমি ('') রাইটার, স্টোর, কৃষ্ণ, ইয়ার্ড ও টোপাস) এমওডিসি (নৌ)
৩। অন্যান্য শর্তাবলী (সকল পদবীর জন্য)।
ক। বাংলাদেশী পুরুষ নাগরিক
১৬৭৫ সোমির (কামা
। সাঁতার জানা অত্যাবশ্যক গ। অবিবাহিত ঘ। বয়স: ০১ জানুয়ারি ২০২৩ তারিখে (১) মানিক ১৭ থেকে ২০ বছর (২) এমওডিসি (নৌ) : ১৭ থেকে ২২ বছর বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
৪। অযোগ্যতা।
ক। বাংলাদেশ বা অন্য কোন দেশে প্রচলিত ফলবদযোগ্য কোন আইন ও বিধির অধীনে গ্রেফতার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোন মামলায় অভিযুক্ত হয়ে কোন বিচারালয়ে বিচারাধীন থাকলে কারি চাকুরি থেকে অপসারিত/বহিষ্কৃত হলো দ্বৈত নাগি
৫। প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ।
ক। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ।
(১) বাসনাসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষাবোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র/১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র, মূল মার্কশিট/১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি, মূল রেজিস্ট্রেশন কার্ড এবং এডমিট কার্ড। কোন কারণে যারা মূল / সাময়িক সনদপত্র নিতে অপারগ হবে, তার ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা নিলে চলবে। তবে খুলনাস্থ প্রশিক্ষণ কেন্দ্রে (বিএনএস তিতুমীর) প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূলকপি জমা দিতে হবে।
(২) ৮ম শ্রেণি পাস প্রার্থীদের স্কুল হতে পাসকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে।
খ। জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র। স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট হতে গৃহীত জাতীয়তা ও চরিত্রগত সব মর্যদা ও স্থায়ী বাসস্থানের উল্লেখ থাকতে হবে)।
গ। জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয় পত্র । ১ম শ্রেণির গেজেটেড অফিসার / এয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর/কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।
ঘ। অভিভাবকের সম্মতিপত্র। স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র অথবা চেনারমান/ গার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে। ৯। ছলি। সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের ১৫ রুপি, পিতার ১ কপি এবং মাতার ১ কপি রঙিন ছবি ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে।
এই নিয়োগ বিজ্ঞপ্তি টি প্রকাশ হবে মার্চের ২য় সপ্তাহে
0 Comments