বাংলাদেশ নৌবাহিনীর নতুন নিয়োগ প্রকাশিত ২০২৪

 



উপযুক্ততা

১। বয়স । ০১ জানুয়ারি ২০২৫ তারিখে ১৬ বছর হতে ২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর) এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

২। শারীরিক মান (ন্যূনতম)

পুরুষ

মহিলা

ক। উচ্চতা

: ১৬২.৫ সেঃ মিঃ (৫'-৪")

১৫৭.৪৮ সেঃ মিঃ (৫'-২")

:

৫০ কেজি

গ। বুকের মাপ স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ (৩০)

: সম্প্রসারিত ৮১ সেঃ মিঃ (৩২)

৪৭ কেজি

স্বাভাবিক ৭১ সেঃ মিঃ (২৮)

সম্প্রসারিত ৭৬ সেঃ মিঃ (৩০)

* (উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে)

৩। শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম)।

ক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক / সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভূক্ত থাকতে হবে।

অথবা, ইংরেজ ি মাধ্যমের প্রার্থীগণের জন্য 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড থাকতে হবে এবং 'এ' লেভেলের জন্য ন্যূনতম ২টি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

খ। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক / সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

২০২৪ সালের এইচএসসি/ সমমান পরীক্ষার্থীগণও আবেদন

করতে পারবেন।

৪। বৈবাহিক অবস্থা ঃ অবিবাহিত।

৫। জাতীয়তা ঃ শুধুমাত্র বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক।

অযোগ্যতা

৬। সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোন সরকারি চাকুরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে।

৭। আইএসএসবি কর্তৃক দুইবার ফ্রিল্ড আউট/ প্রত্যাখ্যাত হলে।

৮। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে। ৯। যে কোন বিচারালয় হতে দন্ডপ্রাপ্ত হলে।

১০। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। মনোনয়ন পদ্ধতি

১১। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ।

নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর-১৪, ঢাকা

নৌবাহিনী স্কুল ও কলেজ, বন্দর, চট্টগ্রাম

নৌবাহিনী স্কুল ও কলেজ, বয়রা, খুলনা

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ

21 22 23 24 2.2 ২৯ এপ্রিল ২০২৪ (পুরুষ প্রার্থী) ৩০ এপ্রিল ২০২৪ (মহিলা)

২১, ২২, ২৩, ২৪ এপ্রিল ২০২৪ (পুরুষ প্রার্থী)

২৫ এপ্রিল ২০২৪ (মহিলা প্রার্থী)।

লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ

05 মে 2024

(বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণজ্ঞান)

আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ ২০২:

Post a Comment

0 Comments