বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনীর ৪৫৭৮ পদে নতুন নিয়োগ ২০২৪


নৌবাহিনীতে আবেদনের যোগ্যতা

উপযুক্ততা
১। শিক্ষা শাখা (বিবিধ বিষয়) পুরুষ ও মহিল
সিজিপিএ
ক। শিক্ষাগত যোগ্যতা। সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক (সম্মান)। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম ৩.০০ (৪-ছেলে) প্রাপ্ত হতে হবে।
(১) ইংরেজি (২) পদার্থ (৩) রসায়ন (৪) গণযোগাযোগ ও সাংবাদিকতা
খ। নিয়োগ। চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে 'এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত স্থায়ী করা হবে।
২। শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) - পুরুষ ও মহিলা।
ক। শিক্ষাগত যোগ্যতা। সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যেকোন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-ছেলে) প্রাপ্ত হতে হবে।
(১) সিভিল ইঞ্জিনিয়ারিং (২) আর্কিটেকচার
খ। নিয়োগ। চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে 'এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ণিত/স্থায়ী করা হবে।
৩। শিক্ষা শাখা (মেডিকেল) পুরুষ।
ক। শিক্ষাগত যোগ্যতা। সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রিসহ Internship সম্পন্নকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএইসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ (৫-স্কেলে) প্রাপ্ত হতে হবে।
খ। চেম্বার টেস্ট। প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
গ। নিয়োগ। চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে 'এ্যাক্টিং লেফটেন্যান্ট' পদে ৩৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি ধর্ষিত/স্থায়ী করা হবে।
সকলের জন্য
৪। বয়স। ৩১ জুলাই ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। ৫ । বৈবাহিক অবস্থা । বিবাহিত/অবিবাহিত।
৬। শারীরিক মান (ন্যুনতম)।
ক। উচ্চতা
হা। বুকের মাপ
পুরুষ
: ১৬২.৫ সেঃ মিঃ (৫'-৪")
স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ (৩০)
: সম্প্রসারিত ৮১ সেঃ মিঃ (৩২)
I do fr
মহিলা
১৫৭,৪৮ সেঃ মিঃ (৫'-২")
স্বাভাবিক ৭১ সেঃ মিঃ (২৮)
সম্প্রসারিত ৭৬ সেঃ মিঃ (৩০)
৪৭ কেজি
* (উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে)
৭। জাতীয়তা। বাংলাদেশি নাগরিক।
৮। পশ্চাৎ প্রবীণতা। বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতা প্রদান করা হবে।

বিমানবাহিনীতে আবেদন করার যোগ্যতা 

শাখা
জিডিপি)
এটিসি এডিডব্লিউসি
মা
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
GCE '' ''
উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার ন্যূনতম জিপিএ ৮ সেকেলে পদার্ থ ও গণিত-সহ কমপক্ষে ৫টি বিষয়ে ৪.৫০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম সেটার ন্যূনতম লেটার মোড-বি এবং 'এ' লেভেলে পদার্থ গণিত-এ ন্যূনতম সেটার গ্রেড-বি।
উভয়
৪.৫০
পরীক্ষায় বিজ্ঞান শাখার ন্যূনতম জিপিএ '' সোডা পদার্থ ও গণিত-সহ কমপক্ষে ৫টি বিষয়ে এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম সেটার ন্যূনতম লেটার হেড-বি' এবং 'দা পণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-বি।
এটিসি এডিডব্লিউসি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে।
উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ এবং উভয় ৮ লোকাল গণিত হিসাব বিজ্ঞান-সহ কমপক্ষে ৫টি বিষয়ে পরীক্ষার গণিত/হিসাব বিজ্ঞানে ন্যূনতম ন্যূনতম লেটার গ্রেড-বি' এবং 'এ' লেভেলে গণিত/হিসাব বিজ্ঞান-সহ কমপক্ষে ২টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-বি'।
অন্যান্য যোগ্যতা
নাগরিকত্ব : বাংলাদেশি এর পুরুষ/মহিলা নাগরিক। বৈবাহিক অবস্থা : অবিবাহিত/অবিবাহিতা।
বাস
:
OM
: ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর (২৪ জুন ২০২৪ তারিখে), বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। : পুরুষ প্রার্থী : কমপক্ষে ৬৪ ইঞ্চি। বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি। মহিলা প্রার্থী: জিকি(পি)- কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যান্য- কমপক্ষে ৬২ ইঞ্চি।
বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি। ২ ইঞ্চি।
বয়স ও উচ্চতানুযায়ী।
* সু চোখের দৃষ্টিশক্তিও জিডি(পি)- ৬/৬, এটিসি এডিডব্লিউসি- ৬/১২ এবং ফিন্যান্স- ৬/৬০ পর্যন্ত।
প্রার্থীর জন্য অযোগ্যতা
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরবাহ অপসারিত/স্বোচ্ছায় অবসর গ্রহ ২। আইএসএসবি পরীক্ষায় দু'ধার জীভ আউট অথবা দু'ধার প্রত্যাখাত (একবার ভান্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে)।
৩। যে কোনো ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক প্রাপ্ত
৪। সিএমবি অথবা আপীল মেডিক্যাল বোর্ড কর্তৃক প্রত্যাখাত
৫। প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK) করা হলে গ্রহণযোগ্য নয়। ১৮ বছর বয়সের পর ল্যাসিক করা হলে, ল্যাসিক অপারেশনের তারিখ হতে চিকিৎসা/ স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে জিডি(পি) শাখার জন্য ১ বছর এবং অন্যান্য শাখার জন্য ন্যূনতম ৬ (ছয়) মাস অতিবাহিত হতে হবে।

সেনাবাহিনীতে আবেদন করার যোগ্যতা 

১। আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ (GD) এবং টেকনিকাল ট্রেডে (TT) এ আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসি (BNCC) এর সদস্য, সেনা সদস্যদের সন্তান (SS) এবং টিটিটিআই (TTTI) সমূহ হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীপদ পৃথকভাবে আবেদন করতে পারবেন । সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট ৩০০/- টাকা ( ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০/-) কর্তন করা হবে। ২। যোগ্যতা
ক. সাধারণ ট্রেড (GD) - পুরুষ ও মহিলা।
(১) বয়স ৩৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৭ বছর এর কম এবং ২০ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
(২) শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান (মাদ্রাসা কারিগরি উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৩০ পেরে উত্তীর্ণ
টেকনিকাল ট্রেড (IT)- পুরুষ ও মহিলা।
(১) বাস । ০৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৭ বছর এর কম এবং ২১ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। শুধুমাত্র ড্রাইভিং পেশার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ০১ (এক) বছর শিথিল যোগ্য।
(২) শিক্ষাগত/কারিগরি যোগ্যতা।
ক। এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ ।
ব এসএসসি/সমমান (মাদ্রাসা। অবিপরি বিমুক্ত) পরীক্ষার ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিচে উল্লিখিত টেবিল ১ অনু রানী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য। বিজ্ঞান বিভাগ/ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান
করা হবে।
निवद
পুরুষ
১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।
উচ্চতা (
(ন্যূনতম)
৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।
স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি),
বুক (ন্যূনতম)
স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)
স্বাস্থ্য পরীক্ষায় যোগা।
তার ৪ সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।
মহিলা প্রাণী
১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় বাড়ীত । বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৫২ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)।
৪৭ কেজি (১০৪ পাউন্ড)।
স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), স্ফীত ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)।
চ) বৈবাহিক অবস্থা ও অবিবাহিত (বিপত্নীক /বিবাহ বিচ্ছেদকারী নয়)।
৩। ভর্তির সময় নিম্নেবর্ণিত সনদপত্র/ছবি/লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে
ক। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র / মার্কশিট, ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে।
২। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র।
গ. টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের স্বপক্ষে সনদ পত্রের মূলকপি। ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপিসহ )
খ। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
৫। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি।
5. নিজ জন্য নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে ।
হ। পিতা ও মাতা এর জাতীয় পরিবার পার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি ।
জ। সদ্যতোলা পাসপোর্ট সাইজের (৫ সেঃ মিঃ x ৪ সেঃ মিঃ) ০৬ কপি এবং স্ট্যাম্প সাইজের (২.৫ সেঃমিঃ x ২ সেঃমিঃ) ০২ কপি সত্যায়িত ছবি।
ছবির পটভূমি নীল /আকাশী রংয়ের, পরিধের পোশাক হালকা রং এর হতে হবে।
র। সাঁতার পরীক্ষা দেয়ার জন্য প্রয়োজনীয় পোশক ( সাঁতারের নির্ধারিত দিনে)।
ঞ লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি।
ট। উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজ উপজাতি প্রধান সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যান এর সনদ।







Post a Comment

0 Comments