ক্রমি
পদবী
বিষয়
সংখ্যা
ক নং
02 |
081
of 1
০৬।
०৭।
০৮।
রসায়ন
০২ জন
পদার্থ
শিক্ষাগত যোগ্যতা
১। যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি। সকল পরীক্ষায়
০২ জন ন্যূনতম ২য় বিভাগ/সমমানের জিপিএ (শিক্ষাজীবনের কোন স্তরে ৩য় বিভাগ/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়) অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে । ২। রসায়ন ও পদার্থ বিষয়ের ক্ষেত্রে প্রদর্শক হিসেবে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
বাংলা
০১ জন
সহকারী শিক্ষক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
০১জন
০৩ জন
নিরাপত্তাকর্মী/মালী/প্লাম্বার
আয়া
০১ জন
১। (স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটর বিজ্ঞান/কম্পিউটার ইঞ্জিনিয়ানিং / তথ্য প্রযুক্তি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর। ২। শিক্ষকতা পেশায় অভিজ্ঞা সম্পন্ন, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
ন্যূনতম ৮ম শ্রেণি/জেএসসি পাস অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে ।
ন্যূনতম ৮ম শ্রেণি/জেএসসি পাস অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে ।
শর্তাবলি
বেতন স্কেল ও গ্রেড
মন্তব্য
গ্রেড-১১ তম (১২৫০০-৩০২৩০)
গ্রেড-২০তম (৮২৫০-২০০১০)
সরকারি নিয়মানুযায়ী
বাড়ি
ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা ৫% প্রনোদনা এবং চাকুরী স্থায়ী স্বাপেক্ষে উৎসাহ ভাতা, প্রভিডেন্ট ফান্ড
ও গ্র্যাচুইটি
সুবিধা
রয়েছে।
আগামী ২৪-০১-২০২৪ তারিখের মধ্যে স্বহস্তে /ডাকযোগে আবেদনপত্র অধ্যক্ষ, রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রামু সেনানিবাস বরাবর জমা দিতে হবে। ৩০ জানুয়ারী ২০২৪ তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩৫ বৎসরের মধ্যে হতে হবে।
আগামী ০৩-০২-২০২৪ তারিখে সকাল ০৯:০০ ঘটিকায় সকল যোগ্য আবেদনকারীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য কোন এসএমএস /কনফার্মেশন প্রদান করা হবে না ।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডেমো ক্লাস ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের সাথে ক্রমিক নং ১ এর জন্য ৫০০/- (পাঁচশত টাকা মাত্র) টাকা এব ং ২ হতে ৩ নং ক্রমিকের জন্য ২০০/- (দুইশত টাকা মাত্র) টাকা ট্রাস্ট ব্যাংক লি:, একাউন্ট নং-০০৯৬-০৩২০০০০১৭৯ বরাবর জমা প্রদান করে জমা স্লিপ সংযুক্ত করতে হবে। পরীক্ষার্থীরা চাকুরিতে থাকলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদান করতে হবে।
জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এর অনুলীপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদন
পত্রের সাথে সংযুক্ত করতে হবে।
পরীক্ষা সংক্রান্ত কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। কোন কারণ দর্শনো ব্যতিরেকে কর্তৃপক্ষ আবেদনপত্র বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন ও সংশোধন করার অধিকার সংরক্ষণ
করেন।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করুন : ০১৭৬৯-১০৪৫২৯ ই-মেইল: rcpsc2018@gmail.com
অধ্যক্ষ
রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ www.prebd.com
0 Comments