ক্র:
নং
ক।
পদের নাম
সহকারী শিক্ষক (গণিত), সহকারী শিক্ষক
(ভৌতবিজ্ঞান/জীববিজ্ঞান), সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা), সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান), সহকারী শিক্ষক (চারু ও কারুকলা) কম্পিউটার অপারেটর, হাতের লেখা সুন্দর ও দ্রুত করার প্রশিক্ষক
সংখ্যা
প্রত্যেক পদে ০১ জন করে নিয়োগ দেওয়া হবে ।
কারুকলা), কাল
শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতা সহকারী শিক্ষকের জন্য
সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ স্নাতক। কম্পিউটার অপারেটর ও হাতের লেখা
সুন্দর ও দ্রুত করার প্রশিক্ষক পদে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ।
খ।
নৈশ প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া
প্রত্যেক পদে ০১ জন করে নিয়োগ দেওয়া হবে।
জে.এস.সি/জে.ডি.সি/
সমমান।
২। উল্লেখিত পদসমূহে (ক্রমিক নং-ক) দৈনিক সম্মানী/মজুরী ভিত্তিক অতিথি শিক্ষক/কর্মচারী মাষ্টার রোল এ নিয়োগ দেওয়া হবে। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পদের সংখ্যা কম বা বেশি হতে পারে।
৩। উল্লেখিত শূন্য পদসমূহে (ক্রমিক নং-খ) কর্মচারী নিয়োগ দেওয়া হবে।
৪। প্রত্যেক পদে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।
৫। আগ্রহী প্রার্থীকে ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি, ভোটার আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত পূর্বক মোবাইল নম্বর উল্লেখ করে স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী ২১ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে বিদ্যালয়ের অফিস চলাকালীন সময়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
0 Comments