কাস্টমসে সিপাই পদে নতুন নিয়োগ ২০২৩







গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়


অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

শুল্ক-১ শাখা www.ird.gov.bd www.prebd.com

স্মারক নম্বর: ০৮.00.0000.038.11.032.20.579

বিষয়:

সূত্র:

৬ পৌষ ১৪৩০

তারিখ:

২১ ডিসেম্বর ২০২৩

কাস্টম হাউস, ঢাকা এর সাংগঠনিক কাঠামোভুক্ত ১১-২০তম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদে জনবল নিয়োগের নিমিত্ত ছাড়পত্র প্রদান।

জাতীয় রাজস্ব বোর্ডের স্মারক নং-০৮.০১.0000.014.04.002.18/২৪৯, তারিখ: ২২ নভেম্বর ২০২৩

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে কাস্টম হাউস, ঢাকা এর সাংগঠনিক কাঠামোভুক্ত ১১-২০ তম গ্রেডের শূন্যপদে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত ছকের কলাম-৩ এ বর্ণিত ০৫ (পাঁচ) টি পদ সংরক্ষণপূর্বক কলাম-৪ এ বর্ণিত ২৬ (ছাব্বিশ) টি শূন্যপদে নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে ছাড়পত্র প্রদান করা হলোঃ

ক্রম

(c)

J.

2.

৩.

পদের নাম ও বেতনক্রম (জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী)

কম্পিউটার অপারেটর

| ১২,৫০০-৩০,২৩০/-

|(গ্রেড-১১)

উচ্চমান সহকারী

| ১০,২০০-২৪,৬৮০/-

| (গ্রেড-১৪)

ড্রাফটসম্যান-২

| ১০,২০০-২৪, ৬৮০/-

| (গ্রেড-১৪)

গাড়িচালক (ড্রাইভার)

৯,৩০০-২২,৪৯০/-

|(গ্রেড-১৬)

8.

| সিপাই

«.

(2)

সংরক্ষণকৃত পদের সংখ্যা ছাড়পত্র প্রদানকৃত পদের সংখ্যা

(3)

(8)

3

02

08

०१

৬.

৯,০০০-২১,৮০০/-

|(গ্রেড-১৭)

অফিস সহায়ক

৮,২৫০-২০,০১০/-

(গ্রেড-২০)

শর্তসমূহ :

মোট=

২৬






Post a Comment

0 Comments