বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ২ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

 

২০২৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপঃ

১। আবেদন একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে, জেলা কোটা অনুযায়ী ট্রেড-২ (বিশেষ পেশায় )-এ আবেদন করতে পারবেন। এছাড়া সেনা সদস্যদের সন্তান (SS) পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা কর্তন করা হবে।

২। ট্রেড-২ (বিশেষ পেশা) এর পেশা সমূহ

কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ইকুইপমেন্ট এন্ড বুট রিপেয়ারার ব্যান্ডসম্যান, কার্পেন্টার, পেইন্টার এন্ড ডেকোরেটর, পেইন্টার এবং টেইলার।

৩। যোগ্যতা

ক। বয়স । ০৩ মার্চ ২০২৪ তারিখে ১৭-২০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

খ। শিক্ষাগত যোগ্যতা। এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ। পেইন্টার এন্ড ডেকোরেটর এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে।

প। পেশা সংক্রান্ত যোগ্যতা সমূহ।

51

(১) কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে রান্নায় পারদর্শী হতে হবে।

(২) ইকুইপমেন্ট এন্ড বুট রিপেয়ারার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে বুট মেরামত/ সেলাই এ পারদর্শী হতে হবে। (৩) টেইলার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে সেলাই এর উপর ন্যূনতম ০৩ (তিন) মাসের প্রশিক্ষণ থাকতে হবে, বিশেষ করে শার্ট ও প্যান্ট সেলাই এ পারদর্শী হতে হবে।

(৪) কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে কাঠমিস্ত্রী কাজে পারদর্শী হতে হবে।

(৫) পেইন্টার/পেইন্টার এন্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। (৬) ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাসব্যান্ড ক্ল্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রামপেট ইত্যাদি) এ পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

শারীরিক মান। বিবরণ

উচ্চতা (ন্যূনতম)

ওজন (ন্যূনতম)

বুক (ন্যূনতম)

জাতীয়তা।

পুরুষ প্রার্থী

ক। ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)

মহিলা প্রার্থী

ক। ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি)

খ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার খ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৫৬ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)

৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।

স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি),

স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।

বাংলাদেশী নাগরিক (পুরুষ ও মহিলা)।

স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্ থ্য পরীক্ষায় যোগ্য।

বৈবাহিক অবস্থা। অবিবাহিত (বিপত্নীক / বিবাহ বিচ্ছেদকারী নয়)।

জ। সাঁতার। সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।

(৫ ফুট ১ ইঞ্চি)

৪৭ কেজি (১০৪ পাউন্ড)।

স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি


), স্ফীত ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) ।






Post a Comment

0 Comments