পদের নাম ও বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী)
০১ সহকারী পরিচালক
(এস্টেট)
টাঃ ২২০০০-৫৩০৬০/- (৯ম গ্রেড)
পদের সংখ্যা
(এক) টি
বয়স
অনূর্ধ্ব ৩০ বৎসর ।
০২ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
অনূর্ধ্ব ৩০ বৎসর।
০৩
টাঃ ১৬০০০-৩৮৬৪০/- ( ১০ম গ্রেড) নিরাপত্তা কর্মকর্তা
(এক) টি
অনূর্ধ্ব ৪০ বৎসর ।
টাঃ ১২৫০০-৩০২৩০/- ( ১১তম গ্রেড)
(এক) টি
অনূর্ধ্ব ৩০ বৎসর।
08
ট্রাফিক ইন্সপেক্টর
অনুর্ধ্ব ৪০ বৎসর।
টাঃ ১১০০০-২৬৫৯০ /- ( ১৩তম গ্রেড)
(এক) টি
OR
ল্যান্ড সার্ভেয়ার
02
টাঃ ৯৩০০-২২৪৯০/- ( ১৬তম গ্রেড)
(দুই) টি
০৬
অফিস সহায়ক
অনূর্ধ্ব ৩০ বৎসর।
টাঃ ৮২৫০-২০০১০/- (২০তম গ্রেড)
(এক) টি
নিয়োগের শর্তাবলি :-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিসহ এল.এল.বি. ডিগ্রি; অথবা
(খ) এল.এল.এম. ডিগ্রি।
তবে সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত / বেসরকারি সংস্থায় সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা- ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং।
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিম্নেবর্ণিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হইতে হইবে:
→ প্রার্থীদের জন্য:
১. উচ্চতা: কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্ চি ।
২. বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ৩২ ইঞ্চি।
⇒ প্রার্থীর ক্ষেত্রে অন্যান্য শারীরিক/ডাক্তারী যোগ্যতা:
১. দৃষ্টিশক্তি উ×৬ হতে হবে। বর্ণান্ধ (Colour Blind) হতে পারবে না; ২. রক্তচাপ স্বাভাবিক; www.prebd.com
৩. দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে। হেপাটাইটিস 'বি' নিগেটিভ (HBsAg 'Negative') হতে হবে :
ওজন: উচ্চতা, বয়স অনুপাতে বাংলাদেশের জন্য সরকারী সংস্থা/সামরিক/আধা সামরিক বাহিনীর জন্য প্রযোজ্য তালিকা অনুযায়ী অনুসৃত হবে; এবং
(গ) সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ (পাঁচ) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা; এবং
(গ) ইংরেজি ও বাংলা টাইপিং এ অভিজ্ঞ প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হইবে।
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সার্ভে ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা-ইন-সার্ভে টেকনোলজি ডিগ্রি ।
(ক) অষ্টম শ্রেণি পাশ বা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে ।
১। প্রার্থীর বয়স ১-১২-২০২৩ খ্রি. তারিখে সর্বোচ্চ ৩০ বছর (ক্রমিক নং-৩ ও ৪ এর জন্য সর্বোচ্চ ৪০ বছর) এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ (বত্রিশ) বৎসর।
২। প্রার্থী যে পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনের যোগ্য হবেন, সে পরীক্ষার ফলাফল অবশ্যই আবেদন গ্রহণের শেষ তারিখের পূর্বে প্রকাশিত হতে হবে।
৩। নিয়োগের ক্ষেত্রে সরকারী বিধি অনুযায়ী সংশ্লিষ্ট ক্ষেত্রে সকল প্রকার কোটা অনুসরণ করা হবে।
৪। নিয়োগের ক্ষেত্রে “পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০১৭” এবং সরকারের বিদ্যমান ও পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে।
৫। বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের স্কুল/সাময়িক সনদের সত্যায়িত কপি; বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৬। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত আবেদনের প্রিন্ট কপিসহ সকল সনদের সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে |
0 Comments